ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী’তে হাঁস খামারে’র খাঁ’চায় আট’কা পড়’ল মে’ছাে বা’ঘ

স্টাফ রিপোর্টার: মোঃ কামাল হোসেন খান
  • আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামের একটি হাঁস ও মৎস্য খামারের খাঁচায় আটকা পড়েছে মেছাে বাঘ।

মঙ্গলবার বিকেলের দিকে কসবা গ্রামের বদরুদ্দোজার খামারে আটকা পড়া মেছাে বাঘটি উদ্ধার করে বনবিভাগের একটিদল।
এর আগে সকালের দিকে বাঘটি আটকা পড়ে।

হাঁসখামারি বদরুদ্দোজা
মেছাে বাঘ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি কয়েক বছর যাবত গ্রামের একটি মাঠে হাঁসপালন ও মাছ চাষ করে আসছি। মঙ্গলবার সকালের দিকে একটি মেছাে বাঘ হাঁস খাওয়ার জন্য খামারে হানা দেয়। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় বাঘটিকে খাঁচায় আটকিয়ে ফেলি। গত দুই বছরে আমার এই খামারে অন্তত: ৪টি মেছাে বাঘ ও ৩ টি শিয়াল খাঁচায় আটকা পড়ে। পরবর্তিতে সেগুলাে ছেড়ে দিই। বার বার মেছাে বাঘের হানা দেয়ার কারণে হাঁসগুলাে অনেক ভয় পায়। সেই সাথে ডিম দেয়াও বন্ধ হয়ে গেছে।

খবর পেয়ে গাংনী উপজেলা বন বিভাগের একটিদল হাঁস ও মৎস্য খামারে পৌঁছে, মেছাে বাঘটি উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা বনবিভাগ কর্মকর্তা সাকিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পানকড়ি সংস্থার প্রতিনিধি আব্দুল হামিদ,স্থানীয় ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদুজ্জামান লিলু।

গাংনী উপজেলা বনবিভাগ কর্মকর্তা সাকিল আহমেদ জানান,খবর পেয়ে মেছাে বাঘটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাংনী’তে হাঁস খামারে’র খাঁ’চায় আট’কা পড়’ল মে’ছাে বা’ঘ

আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামের একটি হাঁস ও মৎস্য খামারের খাঁচায় আটকা পড়েছে মেছাে বাঘ।

মঙ্গলবার বিকেলের দিকে কসবা গ্রামের বদরুদ্দোজার খামারে আটকা পড়া মেছাে বাঘটি উদ্ধার করে বনবিভাগের একটিদল।
এর আগে সকালের দিকে বাঘটি আটকা পড়ে।

হাঁসখামারি বদরুদ্দোজা
মেছাে বাঘ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি কয়েক বছর যাবত গ্রামের একটি মাঠে হাঁসপালন ও মাছ চাষ করে আসছি। মঙ্গলবার সকালের দিকে একটি মেছাে বাঘ হাঁস খাওয়ার জন্য খামারে হানা দেয়। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সহায়তায় বাঘটিকে খাঁচায় আটকিয়ে ফেলি। গত দুই বছরে আমার এই খামারে অন্তত: ৪টি মেছাে বাঘ ও ৩ টি শিয়াল খাঁচায় আটকা পড়ে। পরবর্তিতে সেগুলাে ছেড়ে দিই। বার বার মেছাে বাঘের হানা দেয়ার কারণে হাঁসগুলাে অনেক ভয় পায়। সেই সাথে ডিম দেয়াও বন্ধ হয়ে গেছে।

খবর পেয়ে গাংনী উপজেলা বন বিভাগের একটিদল হাঁস ও মৎস্য খামারে পৌঁছে, মেছাে বাঘটি উদ্ধার করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা বনবিভাগ কর্মকর্তা সাকিল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পানকড়ি সংস্থার প্রতিনিধি আব্দুল হামিদ,স্থানীয় ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য তৌহিদুজ্জামান লিলু।

গাংনী উপজেলা বনবিভাগ কর্মকর্তা সাকিল আহমেদ জানান,খবর পেয়ে মেছাে বাঘটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়েছে।