ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৪ মামা বাড়ি’তে এস’এস’সি পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না আর দৈনিক ক্রাইম তালাশে নিয়োগ পেলেন আহান্নুর দৈনিক ক্রাইম তালাশে নিয়োগ পেলেন সান মেহেরপুরে’র গোভিপুর গ্রামে স্বামীর হাসুয়ার কোপে স্ত্রী নিহত এমপিদে’র সরকারি বরাদ্দ ফেসবুকে প্রকাশ করেই যাবো মেহেরপুর উপজেলা নির্বাচনে আনারুল ইসলাম ও আমাম হোসেন মিলু নির্বাচিত মেহের’পুরে নিয়ম বহির্ভূত’ভাবে স্কুলের গাছ বিক্রি মেহেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম প্রেরণ গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে

৭বছর পর কবর থেকে মরদেহ উত্তোল-ন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামের একটি কবর থেকে আল কবির নামের এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম এর উপস্থিতি মরদেহ উত্তোলন করা হয়। এসময় গাংনী পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।

স্থানীয়রা জানান,পূর্বমালসাদহ গ্রামের মিজানুর রহমান খোকনের পুত্র আল কবিরকে ১০ বছর বয়সে পষ্যে পুত্র হিসাবে লালন-পালন করেন একই গ্রামের আব্দুল লতিফ। আব্দুল লতিফ আল কবিরের নামে ১৩ বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছিলেন । আল কবির গত ৭ বছর আগে বিদ্যুত স্পৃষ্টে মারা যায়। আল – কবির মারা যাওয়ার ১ বছর পর রোগে আক্রান্ত হয়ে আব্দুল লতিফ মারা যান।

আব্দুল লতিফ মারা যাওয়ার পর তার ভাই ও ভাইয়ের ছেলেরা আল কবিরের জমি নিজেদের দাবি করেন। দখল করার চেষ্টা করেন। এদিকে আল কবিবের জন্মদাতা পিতা মিজানুর রহমান খোকন তার পুত্রের জমির অংশীদার দাবি করেন। এ নিয়ে তিনি আব্দুল লতিফের ভাইয়ের ছেলে গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মনিরুজ্জামানকে প্রধান আসামী করে ২০১৬ সালের ১৭ নভেম্বার ৪০ জনের নামে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন। মামলা নং-৩/১৮। আল – কবিরের নামে যেহেতু জমি রেজিস্ট্রি রয়েছে।

তার জমির অংশীদার পেতে প্রকৃত বাবা চিহ্নিত করার লক্ষে আদালতের কাছে আল কবিরের ডিএনএ পরীক্ষার আবেদন করেন মিজানুর রহমান খোকন। আদালতের নির্দেশেই আল কবিরের মরদেহ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম জানান,জমি সংক্রান্ত জটিলতার কারণে বাদি-বিবাদীর মামলার নিষ্পত্তির লক্ষে আল কবিরের ডিএনএ পরীক্ষার করা হবে।

সে কারণে মরদেহ উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৭বছর পর কবর থেকে মরদেহ উত্তোল-ন

আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলার পূর্বমালসাদহ গ্রামের একটি কবর থেকে আল কবির নামের এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম এর উপস্থিতি মরদেহ উত্তোলন করা হয়। এসময় গাংনী পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।

স্থানীয়রা জানান,পূর্বমালসাদহ গ্রামের মিজানুর রহমান খোকনের পুত্র আল কবিরকে ১০ বছর বয়সে পষ্যে পুত্র হিসাবে লালন-পালন করেন একই গ্রামের আব্দুল লতিফ। আব্দুল লতিফ আল কবিরের নামে ১৩ বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছিলেন । আল কবির গত ৭ বছর আগে বিদ্যুত স্পৃষ্টে মারা যায়। আল – কবির মারা যাওয়ার ১ বছর পর রোগে আক্রান্ত হয়ে আব্দুল লতিফ মারা যান।

আব্দুল লতিফ মারা যাওয়ার পর তার ভাই ও ভাইয়ের ছেলেরা আল কবিরের জমি নিজেদের দাবি করেন। দখল করার চেষ্টা করেন। এদিকে আল কবিবের জন্মদাতা পিতা মিজানুর রহমান খোকন তার পুত্রের জমির অংশীদার দাবি করেন। এ নিয়ে তিনি আব্দুল লতিফের ভাইয়ের ছেলে গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মনিরুজ্জামানকে প্রধান আসামী করে ২০১৬ সালের ১৭ নভেম্বার ৪০ জনের নামে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন। মামলা নং-৩/১৮। আল – কবিরের নামে যেহেতু জমি রেজিস্ট্রি রয়েছে।

তার জমির অংশীদার পেতে প্রকৃত বাবা চিহ্নিত করার লক্ষে আদালতের কাছে আল কবিরের ডিএনএ পরীক্ষার আবেদন করেন মিজানুর রহমান খোকন। আদালতের নির্দেশেই আল কবিরের মরদেহ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম জানান,জমি সংক্রান্ত জটিলতার কারণে বাদি-বিবাদীর মামলার নিষ্পত্তির লক্ষে আল কবিরের ডিএনএ পরীক্ষার করা হবে।

সে কারণে মরদেহ উত্তোলন করা হয়।